বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

এইচএসসি ও সমমানের ফল আজ

নিজস্ব প্রতিবেদক

এইচএসসি ও সমমানের ফল আজ প্রকাশিত হবে। বেলা সাড়ে ১১টায় নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে (www.educationboardresults.gov.bd)) ফল পাওয়া যাবে। দুপুর সাড়ে ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন শিক্ষামন্ত্রীসহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারবে ছাত্র-ছাত্রীরা। এসএমএস পাঠিয়েও ফল সংগ্রহ করা যাবে। এজন্য HSC স্পেস শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল স্পেস পাসের সন লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

গত ৬ নভেম্বর সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর