বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সিলেটে ডিএসএ বাতিল দাবিতে সাংবাদিকদের অবস্থান পালন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সময় টেলিভিশনের বার্তাপ্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) মামলার প্রতিবাদে সিলেটে সাংবাদিকরা  গতকাল দুপুরে অবস্থান পালন করেছেন। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার উদ্যোগে এই অবস্থান কর্মসূচি পালনকালে সাংবাদিক নেতারা বলেন, গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার পথে ডিজিটাল নিরাপত্তা আইন বড় বাধা। এ আইনের অপব্যবহার করে মহলবিশেষ সাংবাদিকদের হয়রানি করছে। সারা দেশে এই আইনে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং এতে তারা হয়রানির শিকার হচ্ছেন। বক্তারা অবিলম্বে সাংবাদিক দানিশের ওপর থেকে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে অংশ নেন ফিনান্সিয়াল এক্সপ্রেসের ইকবাল সিদ্দিকী, সময় টিভির ইকরামুল কবীর, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, যুগান্তরের আবদুর রশিদ রেণু, যমুনা টেলিভিশনের মাহবুবুর রহমান রিপন প্রমুখ।

সর্বশেষ খবর