বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ঢাকা নগর পরিবহনে নতুন দুই রুট শিগগিরই

নিজস্ব প্রতিবেদক

যাত্রীসেবা বিস্তৃত করতে শিগগিরই নতুন দুটি রুট চালু করবে ঢাকা নগর পরিবহন। আবদুল্লাহপুর-ঘাটারচরের মধ্য দিয়ে এই দুই রুট চলবে বিভক্ত হয়ে। একটি শ্যামলী-মিরপুর হয়ে আবদুল্লাহপুর, অন্যটি ফার্মগেট-কাকলী হয়ে আবদুল্লাহপুর যাবে। যা আগামী পাঁচ মাসের মধ্যে চালু হবে বলে জানালেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল ঢাকা দক্ষিণ সিটির করপোরেশনের নগর ভবনের ‘বুড়িগঙ্গা হলে’ বাস রুট রেশনালাইজেশনের সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ তাপস বলেন, ‘টিকিট না কেটে বাসে ওঠার প্রবণতা লক্ষ্য করছি। সেটা কোনোভাবেই ঢাকা নগর পরিবহনে বরদাশত করা হবে না। সবাইকে কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠতে হবে। ২২ নম্বর যাত্রাপথ যারা পরিচালনা করছে, তাদের আমরা কঠোরভাবে নির্দেশনা দেব। তারা যেন গাড়ি চালকের ওপর নির্ভরশীল না হয়ে আমাদের নিয়ম মানার দিকে জোর দেন।

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘বিআরটিসি আমাদের নিশ্চিত করেছে ঢাকা নগর পরিবহনের জন্য যে নির্দিষ্ট বাস রয়েছে তা শুধু ঢাকা নগর পরিবহনের যাত্রাপথেই চলবে। এ বাসগুলো অন্য কোথাও ব্যবহার করা যাবে না। আর ট্রান্স সিলভাকে আমরা ১৫ দিনের সময় বেঁধে দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেব। তারা যদি নির্ধারিত নীতিমালা অনুযায়ী এ সেবা দিতে অপারগতা প্রকাশ করে বা ব্যর্থ হয়, তাহলে তাদের সঙ্গে আমরা চুক্তি বাতিল করব।’ ঢাকা উত্তর সিটি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, মেট্রোরেলে যাত্রীরা যে র‌্যাপিড পাস নিয়ে চলাচল করছে সেটি দিয়েই নগর পরিবহনের সব বাসে চলতে পারবেন; এমন সিদ্ধান্তই হয়েছে আজকের সভায়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর