রাজধানীর উত্তরার একটি বাসা থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়া যমজ দুই সন্তানসহ নারীটিকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত রবিবার ভোরে উত্তরার একটি ভবনের দোতলার ফ্ল্যাটের দরজা ভেঙে ওই নারী, আর তার ১০ বছর বয়সী যমজ দুই মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তাদের পাঠানো হয় শেরেবাংলা নগরে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে।
পুলিশ জানায়, ওই নারীর বাসায় ১৫ দিন বাজার হয়নি। ছিল না বিদ্যুৎ ও গ্যাসের লাইনও। ফ্ল্যাট থেকে প্রায়ই শিশুদের চিৎকার আর কান্নার শব্দ পাওয়া যেত। তাদের ঘরে খাবার, পোশাক কিছুই ছিল না। শাফানা আফিফা শ্যামী (৩৫) নামে ওই নারীর বাবা ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী। পৈতৃক সূত্রে ফ্ল্যাটটি পান তিনি। শ্যামী সিজোফ্রেনিয়ায় ভুগছেন।
উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মুজাহিদুল ইসলাম জানান, ওই শিশুদের কোনো পোশাক বাসায় পাওয়া যায়নি।