শিরোনাম
বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আতঙ্কের নাম ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

এক বছরে ২২৯ জনের মৃত্যু, প্রাণ গেছে ৭৮ বাইক আরোহীর

নিজস্ব প্রতিবেদক

আতঙ্কের নাম ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

গত বছর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। এর মধ্যে টাঙ্গাইলের কালিহাতী এবং গাজীপুরের কালিয়াকৈর এলাকার সড়কে প্রাণ হারান ৭৭ জন।

গতকাল সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা এই সংগঠন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছর মহাসড়কে দুর্ঘটনা ঘটে ১৩৩টি। এর মধ্যে সবচেয়ে বেশি ৪৭টি দুর্ঘটনার শিকার হয়েছেন মোটরসাইকেল আরোহীরা। মৃত্যুর সংখ্যা বিবেচনায় সবচেয়ে বেশি ৭৮ জন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। এ ছাড়া ৫৪ জন অটোরিকশার যাত্রী এবং ৪৮ জন পথচারী দুর্ঘটনায় মারা গেছেন। এক বছরে গাজীপুরের টঙ্গী থেকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১০৬ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার এই চিত্র উঠে আসে। রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান জানান, এশীয় উন্নয়ন ব্যাংকের অনুরোধে গত বছরে এই মহাসড়কে দুর্ঘটনার তথ্য সংগ্রহ করা হয়। এর আগের বছরগুলোতে সুনির্দিষ্ট করে এই মহাসড়কে দুর্ঘটনার বিস্তারিত তথ্য সন্নিবেশ করা হয়নি। এ কারণে তথ্য-উপাত্ত দিয়ে দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা পূর্ববর্তী বছরের সঙ্গে তুলনা করা যাচ্ছে না। এলাকাভিত্তিক পর্যবেক্ষণে গত বছর টাঙ্গাইলের কালিহাতীতে ২৭টি দুর্ঘটনায় ৪২ জন এবং কালিয়াকৈরে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত হন। দুটি এলাকার সড়কে বাজার রয়েছে। মানুষের আনাগোনা বেশি। যেখানে-সেখানে যানবাহন থামছে। সড়কে কোনো শৃঙ্খলা নেই। এ কারণেই এ দুটি এলাকায় দুর্ঘটনা বেশি হয়। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যানুযায়ী, টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর গোলচত্বরে একটি দুর্ঘটনায় ৬ জন, ভূঞাপুরে পাঁচটি দুর্ঘটনায় ৯, রাবনা বাইপাসে ৪টি দুর্ঘটনায় ৭ জন এবং মির্জাপুরে ১৫টি দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর