সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ২৯ মে

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৯ মে থেকে শুরু হবে। চলবে ৩১ মে পর্যন্ত। পরীক্ষায় সেকেন্ড টাইমের সুযোগ থাকছে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রাথমিক আবেদন চলবে ১৫ মার্চ থেকে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত আবেদন চলবে ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। পরীক্ষায় ২০১২১ ও ২২ সালে উচ্চমাধ্যমিক (সমমান) উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ বছর এ (মানবিক), বি (ব্যবসা) ও সি (বিজ্ঞান) এই তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক ঘণ্টা সময়সীমার এই পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হবে। ৮০টি বহুনির্বাচনী প্রশ্নের মান ১০০। প্রতি ৪ ভুল প্রশ্নের জন্য ১ নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, ১১টা থেকে ১২টা, দুপুর ১টা থেকে ২টা ও সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

সর্বশেষ খবর