মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সারাহর মতো অঙ্গদানের প্রতিশ্রুতি বিএসএমএমইউ উপাচার্যসহ সাতজনের

নিজস্ব প্রতিবেদক

সারাহর অঙ্গদানের ফলে নতুন জীবন পেয়েছেন চারজন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদসহ সাতজন অঙ্গদানের প্রতিশ্রুতি দেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের শহীদ ডা. মিলন হলে এক আলোচনা সভায় তারা এ ঘোষণা দেন। ব্রেন ডেথ রোগী হিসেবে দেশের প্রথম ক্যাডাভেরিক সারাহ ইসলামের অঙ্গ অন্য চারজন রোগীর শরীরে সফলভাবে প্রতিস্থাপন উদযাপন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাদের মধ্যে কিডনি প্রতিস্থাপন হয়েছে শামিমা আক্তারের শরীরে। সুস্থ আছেন জানিয়ে সারাহ ইসলামের জন্য দোয়া করেন তিনি। এর সঙ্গে অন্যদেরও অঙ্গদানে এগিয়ে আসতে বলেন তিনি।

অনুষ্ঠানে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদসহ উপউপাচার্য (একাডেমিক) অধ্যাপক এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক মো. মনিরুজ্জামান খান, প্রক্টর অধ্যাপক মো. হাবিবুর রহমান দুলালসহ ক্যাডাভেরিক অঙ্গদানের প্রতিশ্রুতি দেন এবং তাদের অঙ্গীকারনামা ক্যাডাভেরিক সেলে জমা দেওয়া হয়। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা শাজাহানসহ অনেকেই মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকার করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর