মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

খুলনায় ডা. রকিব হত্যায় দুজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার গল্লামারীতে রাইসা ক্লিনিকের পরিচালক ডা. আবদুর রকিব খান হত্যা মামলায় দুজনকে ১০ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়। ২০২০ সালে রোগীর মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে হামলায় ডা. রকিব খান নিহত হয়।

গতকাল খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- মো. জমির আলী শেখ ও আবদুল কুদ্দুস। এ ছাড়া মামলায় তিনজনকে বেকসুর খালাস প্রদান করা হয়। তারা হলেন- খাদিজা বেগম, গোলাম মোস্তফা ও নূর নাহার বেগম।

জানা যায়, নগরীর মোহাম্মদ নগর এলাকার আবুল আলীর স্ত্রী শিউলী বেগমকে ২০২০ সালের ১৪ জুন সিজারের জন্য রাইসা ক্লিনিকে ভর্তি করা হয়। ওই দিন বিকাল ৫টায় অপারেশন হয়। বাচ্চা ও মা প্রথমে সুস্থ ছিলেন। পরে রোগীর রক্তক্ষরণ শুরু হলে ১৫ জুন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসকরা রক্তক্ষরণ বন্ধ করতে না পেরে ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে ১৫ জুন রাতে শিউলী বেগম মারা যান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর