শনিবার, ৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত । মুক্তির উৎসব

সম্প্রীতির দেশ গড়ার শপথ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

মাথায় লাল-সবুজ ক্যাপ। বুকে দৃঢ় বিশ্বাস। বলিষ্ঠ কণ্ঠে কেঁপে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ। সেখানে একসঙ্গে অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। গতকাল সকালে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে ‘মুক্তির উৎসব ২০২৩’ এ শপথ গ্রহণ করে তারা। ‘আমরা গড়ব সম্প্রীতির বাংলাদেশ’ স্লোগানে মুক্তিযুদ্ধ জাদুঘরের শিক্ষা কর্মসূচির অধীনে বিগত বছরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে ২১তম এ বার্ষিক মুক্তির উৎসব আয়োজন করে মুক্তিযুদ্ধ জাদুঘর। উৎসবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, শিল্পী-সাহিত্যিকসহ কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। উৎসবে শপথবাক্য পাঠ করান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) জামিল ডি আহসান বীরপ্রতীক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, ট্রাস্টি সারা যাকের ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ডালিয়া নওশিন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়েছে। সামনে আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশের কারিগর তোমরা শিক্ষার্থীরাই হবে। এ দেশ একটা সুন্দর দেশ হবে, কেউ না খেয়ে থাকবে না, কেউ অশিক্ষিত থাকবে না, গৃহহীন থাকবে না, সেই বাংলাদেশ তোমরাই গড়বে।’

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সংসদ সদস্য আসাদুজ্জামান নূর তাঁর বক্তব্য দেওয়ার সময় সৈয়দ শামসুল হকের কবিতা ‘আমার পরিচয়’ আবৃত্তি করেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর