রবিবার, ৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

১০ দাবিতে রাজধানীতে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে পদযাত্রা করেছে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট। গতকাল দুপুরে পুরানা পল্টন মোড় থেকে শুরু হয়ে দৈনিক বাংলা মোড় হয়ে ফকিরাপুল মোড় পর্যন্ত এ পদযাত্রা কর্মসূচি পালিত হয়। ‘অবিলম্বে সংসদ ভেঙে নির্দলীয়-নিরপেক্ষ সরকার গঠন, বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি এবং ১০ দফা দাবি’ বাস্তবায়নের লক্ষ্যে এ পদযাত্রা হয়। পদযাত্রার আগে সমাবেশে জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বলেন, সরকারের দুঃশাসনে গোটা জতির হৃদয়ে রক্তক্ষরণ।

দেশের জনগণ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। অবৈধ সংসদ বিলুপ্ত করে অবিলম্বে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ-সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। খালেদা জিয়াকে সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং তিনিসহ সব রাজবন্দিকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আরও বক্তব্য রাখেন মাইনুদ্দীন মজুমদার, আতিকুর রহমান, আনসার রহমান সিকদার, শেখ আলিম উল্লাহ আলিম, ওমর ফারুক সেলিম, আসাদুল হক অহিদুল, মাহফুজার রহমান ইলিয়াস, মো. শরীফুল ইসলাম শরীফ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর