রবিবার, ৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

এদের কত বুদ্ধি! না পাওয়া সনদও এরা বাতিল করে দেয় : শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) শামীম ওসমান বলেছেন, কিছু বুদ্ধিজীবীর কাজই হচ্ছে বাংলাদেশের অগ্রযাত্রায় বাধা দেওয়া। এ জন্য এরা বুদ্ধি খাটিয়ে মিথ্যাচার চালায়। এদের কত বুদ্ধি! এ না-পাওয়া সনদও বাতিল করে দেয়। শামীম ওসমান গতকাল নারায়ণগঞ্জ ক্রিয়েটিভ গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের মুজিব শতবর্ষের স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা মহিলা লীগের সভানেত্রী প্রফেসর শিরিন বেগম। আর এটা করতে কী করতে হবে- মিথ্যা অপপ্রচার ছড়াতে হবে। যার একটা অপপ্রচারের শিকার হচ্ছেন শিরিন আপা। শামীম ওসমান বলেন, এ অপপ্রচারের লক্ষ্য হচ্ছে শেখ হাসিনা ও তার দলকে হেয় করা। তাই তারা প্রচার করল নারায়ণগঞ্জ মহিলা লীগের সভানেত্রী শিরিন আপার মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে দেওয়া হয়েছে। তিনি তো সনদই পাননি বাতিল হয় কীভাবে? শিরিন আপারা তাদের মুক্ত চিন্তার দ্বারা সমাজকে এগিয়ে নিয়ে যান। তিনি তো মানুষ গড়ার কারিগর। যোগ্যতা না থাকলে কি তোলারাম কলেজ, মহিলা কলেজ, হরগঙ্গা কলেজ, গাজীপুর কলেজের প্রিন্সিপাল হতে পারেন? তাহলে এরা কাকে খাটো করার চেষ্টা করছে। একই অপপ্রচার দেখেছি ৭৪ সালে। তখন বাসন্তী নামে এক মহিলার গায়ে জাল জড়িয়ে দিয়ে পত্রিকায় খবর ছড়ানো হয়, খাদ্যাভাবে ভুগছে। পরনের কাপড় কেনার সাধ্য নেই। একটা শাড়ির দাম সে সময় ছিল ৫০ টাকা আর জাল হাজার টাকা। পরে জানা গেল, বাসন্তী মানসিক ভারসাম্যহীন মহিলা।

সামনে দেশে আঘাত আসবে আশঙ্কা করে তিনি বলেন, দেশটাকে একটা আঘাত করা হবে পেছনের দিকে যাওয়ার জন্য। এগুলো করে তারা ইস্যু সৃষ্টি করার চেষ্টা করবে অপশক্তিরা যেভাবেই হোক তারা নির্বাচন বন্ধ করতে চায়। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর