সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা

যাত্রা শুরু হলো জাতীয় যোগ্যতা কাঠামোর

নিজস্ব প্রতিবেদক

যাত্রা শুরু হলো বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো বা বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) এর। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ কাঠামোর মাধ্যমে জ্ঞান, দক্ষতা ও সক্ষমতার উন্নয়ন, শ্রেণিবিন্যাস ও স্বীকৃতিকে সর্বসম্মতভাবে সমন্বয় করা হয়েছে। এ কাঠামোর ১০টি স্তরে উচ্চশিক্ষা, সাধারণ, কারিগরি, মাদরাসা শিক্ষার কার্যকর সমন্বয় ও আন্তঃসংযোগের ব্যবস্থাও থাকছে। ফলে কেউ চাইলে একটি শিক্ষাব্যবস্থা থেকে আরেকটিতে অর্জন অক্ষুণœœ রেখেই স্থানান্তরিত হতে পারবে। গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে এ কাঠামোর কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের অ্যামবাসেডর ও ডেলিগেশন প্রধান এই ই চার্লস হুইটলি, বাংলাদেশের নিযুক্ত আইএলও কান্ট্রি ডিরেক্টর টুওমো পৌতিআইনেন প্রমুখ বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর