শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব ইনসাফ কায়েম কমিটির

নিজস্ব প্রতিবেদক

চলমান রাজনৈতিক সংকট নিরসনে অন্তর্বর্তীকালীন একটি জাতীয় সরকারের প্রস্তাবনা দিয়েছে জাতীয় ইনসাফ কায়েম কমিটি। গতকাল রাতে রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আয়োজিত এক নৈশভোজে এই প্রস্তাবনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক কবি ও কলামিস্ট ফরহাদ মজহার, সদস্য সচিব ও সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ অতিথিদের স্বাগত জানান। লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সদস্য সচিব শওকত মাহমুদ। আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী, প্রফেসর ডা. নাজমুল আহসান কলিমউল্লাহ প্রমুখ।

প্রফেসর ড. ইউসুফ হায়দার, সাবেক রাষ্ট্রদূত সাংবাদিক আলী, কর্নেল অব. আলী, বারিস্টার ফখরুল ইসলাম, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, ইলিয়াস খান, বুকের হোসাইন, জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবি হাসান হাফিজ, এনবিআরের সাবেক চেয়ারম্যান এমএ মজিদ প্রমুখ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইনসাফ কায়েম কমিটির সদস্য ডা. ফরহাত হোসেন। তিনি বলেন, এই কমিটি অনেক পুরনো একটি সংগঠন। ইনসাফ এবং অধিকার প্রতিষ্ঠা ও মত প্রকাশের স্বাধীনতার জন্য কাজ করবে এই সংগঠন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর