মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

কলকাতার বাংলাদেশ মিশনে মুজিবনগর দিবস উদযাপন

কলকাতা প্রতিনিধি

কলকাতায় বাংলাদেশ মিশনে গতকাল যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন প্রাঙ্গণে ‘মুজিব চিরঞ্জীব’ মঞ্চে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপহাইকমিশনের কর্মকর্তা আন্দালিব ইলিয়াস, রঞ্জন সেন, সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান, রিয়াজুল ইসলাম, এ এস এম আলমাস হোসেন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। এরপর বাংলাদেশ গ্যালারিতে তথ্যচিত্র প্রদর্শন করা হয়। মুজিবনগর দিবস নিয়ে আলোচনায় উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে তার সুযোগ্য সহযোদ্ধারা মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। সে সময় দাফতরিক কার্যক্রম কলকাতা থেকে পরিচালিত হলেও সরকার শপথ নিয়েছিল বাংলাদেশ ভূখন্ডে। মুক্তিযুদ্ধকালীন সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা সৃষ্টিতে এ শপথ অনুষ্ঠান বড় বার্তা দিয়েছিল।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর