মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

সুন্দরবন থেকে চিত্রল হরিণসহ পাঁচ শিকারি আটক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ থেকে একটি চিত্রল হরিণসহ পাঁচ শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। আটকরা হলেন- বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনতলা গ্রামের ছায়েব মল্লিকের  ছেলে নুর ইসলাম মল্লিক (৫৫), নেয়ামদ্দিন হাওলাদারের  ছেলে ইউসুপ হাওলাদার (৫০), জামাল ভদ্দরের ছেলে সুমন (১৯), কামাল তালুকদারের ছেলে মো. হোসাইন তালুকদার (২০) ও ইউসুপ হাওলাদারের ছেলে মামুন হাওলাদার (২৫)। শনিবার আটকের পর বন আইনে মামলা দিয়ে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

সুন্দরবন বিভাগের সুপতি স্টেশন কর্মকর্তা মো. সামসুল আরেফিন জানান, শনিবার দুধমুখী নদীর চাতরা এলাকায় তিনটি ডিঙ্গি নৌকা সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট পেট্রেলিং টিম ও সুপতি স্টেশনের বনরক্ষীদের সামনে পড়ে। এ সময় তাদের দেখে হাত-পা বাঁধা অবস্থায় নৌকায় থাকা একটি পুরুষ চিত্রল হরিণ নদীতে ফেলে দেয় হরিণ শিকারিরা। বনরক্ষীরা দূর থেকে এ দৃশ্য দেখে শিকারিদের কাছে যায়। ততক্ষণে হরিণটি পানিতে ডুবে মারা যায়। পরে মৃত হরিণটি উদ্ধার ও শিকারিদের আটক করা হয়। আটক শিকারিরা বন বিভাগের শরণখোলা স্টেশন অফিস থেকে মাছ ধরার পারমিট নিয়ে এক সপ্তাহ আগে সুন্দরবনে প্রবেশ করে। হরিণটির আনুমানিক ওজন ৬০ কেজি।

 

সর্বশেষ খবর