রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর দলীয় মনোনয়ন পেয়ে মাঠে সক্রিয় আছেন বর্তমান মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে বিএনপি, জামায়াত কিংবা অন্য কোনো দলের কাউকেই মাঠে দেখা যায়নি। এমনকি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও ঘোষণা দেননি কেউ। অন্য কোনো দলের নেতারা ঈদেও সক্রিয় হননি। দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই নানাভাবে মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময়সহ নানা কার্যক্রম নিয়ে মাঠে সক্রিয় আছেন খায়রুজ্জামান লিটন। যদিও লিটন ফাঁকা মাঠে খেলতে চান না। তিনি ভোট করেই নির্বাচনে বৈতরণী পার হতে চান। তবে সাড়া মিলছে না অন্য কারও। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এখন রাজশাহীতে লিটনের বিকল্প প্রার্থী কেউ নেই। বিএনপি কোণঠাসা অনেক আগে থেকেই। অন্য দলগুলোও অস্তিত্ব সংকটে আছে। তাছাড়া গত ৫ বছরে খায়রুজ্জামান লিটন যেভাবে উন্নয়ন করে রাজশাহীকে পাল্টে দিয়েছেন, তার এমন উন্নয়নের কারণে অন্য দলের কেউ প্রতিদ্বন্দ্বী হচ্ছেন না। তাই এবারের সিটি নির্বাচনে বিএনপি, জামায়াত কিংবা অন্য দলের কাউকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যাচ্ছে না। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে চতুর্থ বারের মতো আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১ জুন নির্বাচনে বিজয়ী হতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। লিটন বলেন, রাজশাহীতে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। এবার কর্মসংস্থান ও শিল্পায়নে জোর দেওয়া হচ্ছে। এবার কর্মসংস্থান ও শিল্পায়ন হবে ইনশা আল্লাহ। রাজশাহীতে বিসিক শিল্পনগরী-২ এর কাজ শেষ হয়েছে। সেখানে ছোট ছোট কারখানা হবে। বড় ব্যবসা-বাণিজ্য ভারতের সঙ্গে হতে পারে। এদিকে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হওয়ার পর শুরু হয়েছে কাউন্সিলর প্রার্থীদের দৌড়ঝাঁপ। কাউন্সিলর প্রার্থীরা সক্রিয় হয়েছেন তফসিল ঘোষণার পর থেকেই। তারা অনেকে দলের সমর্থন পেতে লিটনের কাছে ভিড় করতে শুরু করে। অনেকেই ফুল হাতে ছুটে যাচ্ছেন খায়রুজ্জামান লিটনকে শুভেচ্ছা জানাতে। এ ছাড়াও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়েও খায়রুজ্জামান লিটনের সমর্থন পেতে দৌড়ঝাঁপ করছেন। দলীয় ব্যানারে কাউন্সিলর প্রার্থীদের নির্বাচন করার সুযোগ না থাকলেও আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচনী মাঠে সুবিধা নিতে ৩০টি ওয়ার্ডের অন্তত ৬০ থেকে ৭০ জন নেতা দৌড়ঝাঁপ শুরু করেছেন। খায়রুজ্জামান লিটন বলেন, কাউন্সিলর প্রার্থীরা আসছেন শুভেচ্ছা বিনিময় করতে। কাউন্সিলর প্রার্থীরা নিজেদের মতো করে নির্বাচন করবেন। এখানে দলীয় সিদ্ধান্তের কোনো বিষয় নাই। দল থেকে কাউকে সমর্থন দেওয়া হবে না।
শিরোনাম
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
- গরমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম
রাজশাহীতে প্রতিদ্বন্দ্বী নেই লিটনের
দলীয় সমর্থন পেতে কাউন্সিলর প্রার্থীদের দৌড়ঝাঁপ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর