চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে। গত বছরের তুলনায় এ সময়ে এই খাতে রপ্তানি বেড়েছে ৩২ দশমিক শূন্য ৪৮ শতাংশ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তৈরি পোশাকসহ অন্যান্য পণ্য রপ্তানিতে কিছুটা ভাটা পড়লেও আশা জাগিয়েছে প্লাস্টিক খাত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনের তথ্য মতে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে রপ্তানি হয়েছে ১৭ কোটি ৬০ লাখ ডলারের প্লাস্টিক পণ্য। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ১২ কোটি ৮৭ লাখ ডলার। সে হিসাবে রপ্তানি বেড়েছে ৩২ দশমিক ৪৮ শতাংশ। এ ছাড়া লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ৫ শতাংশ। এ বিষয়ে বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি শামীম আহমেদ বলেন, ডলারের দাম বাড়ায় এবার রপ্তানির পরিমাণ বাড়বে এটা আমরা প্রত্যাশা করেছিলাম। কারণ উৎপাদিত পণ্যের দাম বেড়েছে। ফলে টাকার অঙ্কটাও বেড়ে গেছে। রপ্তানি খাতে নতুন নতুন দেশ যুক্ত হচ্ছে। প্লাস্টিক বর্জ্য রপ্তানি তুলনামূলক কমার প্রশ্নে তিনি বলেন, আমাদের লোকাল বাজারে প্লাস্টিক বর্জ্যরে চাহিদা বেড়েছে। এ কারণে বিদেশে রপ্তানি কমেছে। প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল পর্যন্ত পিভিসি ব্যাগ রপ্তানি হয়েছে ২ কোটি ৮৪ লাখ ডলারের। গত অর্থবছরের একই সময় যা ছিল ২ কোটি ১৪ লাখ ডলার। এ খাতে রপ্তানি বেড়েছে ৩২ শতাংশ। অন্যদিকে ১০ মাসে প্লাস্টিক বর্জ্য রপ্তানি হয়েছে ১ কোটি ৫২ লাখ ডলারের। গত অর্থবছরের একই সময় যা ছিল ১ কোটি ৯৩ লাখ ডলার। রপ্তানি কম হয়েছে ২১ দশমিক ৭ শতাংশ। অন্যান্য প্লাস্টিক পণ্যের রপ্তানি ৪৪ দশমিক শূন্য ৩০ শতাংশ বেড়েছে। ১০ মাসে এসব পণ্য রপ্তানি করা হয়েছে ১২ কোটি ৬৯ লাখ ডলারের। গত অর্থবছরের একই সময় যা ছিল ৮ কোটি ৭৯ লাখ ডলার। বিপিজিএমইএর তথ্য মতে, দেশে ছোট-বড় মিলিয়ে ৫ হাজার কারখানায় প্রায় ১৫ ক্যাটাগরিতে প্লাস্টিক পণ্য উৎপাদন হয়। এর মধ্যে পোশাক খাতের জন্য পলিব্যাগ, হ্যাঙ্গার, প্লাস্টিক ক্লিপ, বোতাম; খেলনাসামগ্রীর মধ্যে পুতুল, বল; ঘরে ব্যবহার্য চেয়ার, টেবিল, ডাইনিং টেবিল, বিভিন্ন ধরনের রেক, ঝুড়ি, বাথটাব, জগ, মগ; অফিসে ব্যবহার্য পেপারওয়েট, স্কেল, টেবিল, বলপেন, ফাইল কভার অন্যতম। কৃষি খাতের জন্য পাইপ ও সাইকেলের যন্ত্রাংশের মধ্যে বাম্পার, হাতলের কভার, ব্যাক লাইট, স্পোক লাইট; মাছ ও ডিম রাখার ঝুড়ি, ভিডিও ও অডিও ক্যাসেট, কম্পিউটারের উপকরণসহ বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্যও দেশে তৈরি হচ্ছে। সংগঠনটির তথ্য মতে, প্লাস্টিক পণ্যের ৪০ হাজার কোটি টাকার স্থানীয় বাজার রয়েছে। বর্তমানে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, পোল্যান্ড, স্পেন, কানাডাসহ প্রায় ২৩টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের প্লাস্টিক পণ্য।
শিরোনাম
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
সংকটে আশা জাগানো প্লাস্টিক খাত
চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে রপ্তানি হয়েছে ১৭ কোটি ৬০ লাখ ডলারের প্লাস্টিক পণ্য। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ১২ কোটি ৮৭ লাখ ডলার
রাশেদ হোসাইন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর