শনিবার, ১৩ মে, ২০২৩ ০০:০০ টা

ব্লগার অনন্তের মৃত্যুবার্ষিকীতে স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডের ৮ম বর্ষপূর্তিতে তার স্মৃতি স্মরণে স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানানো হয়েছে। গতকাল মৃত্যুবার্ষিকীতে অস্থায়ী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর সময় এ দাবি জানান তার সহযোদ্ধারা। প্রতিবছরই অনন্ত হত্যার দিনে, হত্যাকাণ্ড স্থল নগরীর সুবিদবাজারের অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০১৫ সালের ১২ মে নগরের সুবিদবাজার এলাকার দস্তিদার দিঘিরপাড়ে অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করে উগ্রবাদী গোষ্ঠী। অনন্ত হত্যার পর প্রয়াত যুবনেতা মঈনুদ্দিন খান জালালের উদ্যোগে এই স্থানে একটি অস্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। গতকাল স্মরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, অনন্ত বিজয় হত্যার পর থেকেই এই স্থানে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানানো হচ্ছে। সিটি করপোরেশন থেকে বারবার এ ব্যাপারে আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।এতে ক্ষোভ প্রকাশ করে তারা দ্রুত অনন্ত স্মরণে স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান। গণজাগরণ মঞ্চ, সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবুর সঞ্চালনায় এতে বক্তারা বলেন, অনন্ত বিজয় হত্যার রায় প্রদান করা হলেও রায়ে সন্দেহভাজন একজনকে খালাস দেওয়া হয়েছে। রায়ে অসন্তোষের কথা জানিয়েছে তার পরিবার। তাই আমরা রাষ্ট্রের কাছে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার দাবি জানাই। একই সঙ্গে রায় দ্রুত কার্যকরেরও দাবি জানাচ্ছি।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, অনন্ত বিজয়ের ভগ্নিপতি সমর বিজয় সী শেখর, পরিবেশ আন্দোলনের সংগঠক আবদুল করিম কিম প্রমুখ।

আলোচনা পর্ব শেষে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে অনন্তের অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর