রাজধানীর মুগদায় নবম শ্রেণিতে পড়ুয়া শাওন (১৬) পরিচিত একজনের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পথে মান্ডা এলাকায় একটি রিকশাকে ধাক্কা দেয়। এরপর নিজেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শাওন। গতকাল বিকালে মুগদার মান্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পথচারী মো. সজীব হোসেন জানান, মান্ডা মডেল টাউন এলাকায় একটি রিকশার সঙ্গে শাওনের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে সে নিজেই ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আর রিকশার তিন যাত্রী আহত হন। তাদের স্থানীয় ফেমাস হাসপাতালে নেওয়া হয়। আর শাওনকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে শাওনের বাবা মো. নিজাম উদ্দিন জানান, তাদের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়। বর্তমানে মুগদা মানিকনগর এলাকায় থাকেন।
শাওন মানিকনগর উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত। দুই ভাইয়ের মধ্যে সে বড়। অন্য একজনের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। পরে লোকজনের মাধ্যমে শুনতে পারেন, শাওন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে। ঢামেক হাসপাতালে এসে ছেলের মৃতদেহ দেখতে পান।
এদিকে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে মহাখালী রেলগেটে ট্রেনে কাটা পড়ে মামুন (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা গেছে, মামুন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার বাবার নাম মাঈন উদ্দিন। গ্রামের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশায়। বর্তমানে মহাখালী এলাকায় থাকতেন। পথচারী মো. রাকিবুল জানান, মামুনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গতকাল দুপুরে কদমতলীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. আলমগীর (১৭) নামে এক ওয়ার্কশপ কর্মীর মৃত্যু হয়েছে। মৃতের ফুফাতো ভাই হৃদয় জানান, আলমগীর এলাকায় বন্ধুদের সঙ্গে শনিরআখড়া ৬ নম্বর এলাকায় একটি পুকুরে গোসল করতে নামে। সবাই উঠতে পারলেও সে তলিয়ে যায়। আধা ঘণ্টা চেষ্টা করে স্থানীয়রা তাকে উদ্ধার করে। তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি ফরিদপুরে। বর্তমানে কদমতলীর পাটেরবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকত। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছোট।
গতকাল ভোরে বনানী আর্মি স্টেডিয়ামের বিপরীতে লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অজ্ঞাতনামা পুরুষের আনুমানিক বয়স ৩৫। ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির এএসআই সানু মং মারমা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভোরে অজ্ঞাত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ওই ব্যক্তি মারা যান। ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।