সোমবার, ৫ জুন, ২০২৩ ০০:০০ টা

বাজুস সিলেট জেলা শাখার প্রথম নির্বাচন আগামীকাল

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন আগামীকাল। ওইদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর ইউনাইটেড সেন্টার কেন্দ্রে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গঠন করে দেওয়া হয়েছে তিন সদস্যের নির্বাচন ও তিন সদস্যের আপিল বোর্ড। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের জন্য বাজুস সিলেট জেলা শাখার পক্ষ থেকে সাংবাদিকদের সহযোগিতা চাওয়া হয়েছে। গতকাল বিকালে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বাজুস সিলেট জেলা শাখার পক্ষ থেকে এই সহযোগিতা চাওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাজুস সিলেট জেলা শাখার সদস্য সচিব নীহার কুমার রায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্রথমবারের মতো বাজুস জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে নির্বাচন ছাড়াই সিলেকশনের মাধ্যমে কমিটি গঠন করা হতো। এবার নির্বাচনে ১৯টি পদের বিপরীতে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, এককালে এই উপমহাদেশের হাতে তৈরি গহনার খ্যাতি ছিল সারাবিশ্বে। বাংলাদেশের আর্টিসানদের হাতে তৈরি গহনা ইংল্যান্ডের রানি পর্যন্ত ব্যবহার করতেন। কিন্তু প্রযুক্তির ব্যবহার শুরু হওয়ার পর থেকে হাতে তৈরি গহনার কদর কমতে শুরু করে। এতে বাংলাদেশ থেকে স্বর্ণশিল্পীরা ভারতে চলে যান। বাংলাদেশের স্বর্ণশিল্প ও স্বর্ণশিল্পীদের সুদিন ফিরিয়ে আনতে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাজুসের কেন্দ্রীয় সভাপতি সায়েম সোবহান আনভীর অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর মহাপরিকল্পনা অনুযায়ী দেশের ৬৪টি জেলায় স্মার্ট কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি সিলেট জেলা কমিটি বিলুপ্ত করে ৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আর আগামীকাল মঙ্গলবার নির্বাচনের মাধ্যমে বাজুস সিলেট জেলা শাখা পেতে যাচ্ছে প্রথম নির্বাচিত কমিটি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাজুস সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য মো. সুনু মিয়া, খোরশেদ আলম, আবুল হাসান নজু, মো. সোহেল আহমদ ও অরুন কুমার কর।

 

 

সর্বশেষ খবর