শিরোনাম
শুক্রবার, ৯ জুন, ২০২৩ ০০:০০ টা

১৮৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থী প্রত্যয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনশনরত শিক্ষার্থী সামিউল ইসলাম প্রত্যয় প্রায় ১৮৫ ঘণ্টা পর অনশন ভেঙেছেন।  গতকাল সকাল সাড়ে ১১টায় মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. সাব্বির আলমের উপস্থিতিতে শর্তসাপেক্ষে পানি পানের মাধ্যমে অনশন ভাঙেন তিনি। শর্তগুলো হলো- হলে অবস্থানরত শিক্ষার্থীদের ও আসন সংখ্যার তালিকা তৈরি, ১৫ দিনের মধ্যে ফাঁকা কক্ষগুলো সিলগালা করা, হল থেকে অছাত্রদের বের করে তাদের আসনে বৈধ শিক্ষার্থীদের উঠানো, সাংবাদিকদের নিয়মিত আপডেট তথ্য দেওয়া, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে হল প্রাধ্যক্ষের পদত্যাগ। শর্তগুলো ৩০ দিনের মধ্যে বাস্তবায়ন করা হবে- এই মর্মে একটি লিখিত চুক্তিপত্র দিয়েছেন হল প্রাধ্যক্ষ সাব্বির আলম। এ বিষয়ে প্রত্যয় বলেন, দাবি বাস্তবায়নের লিখিত আশ্বাসের প্রেক্ষিতে অনশন ভেঙেছি। নির্ধারিত সময়ে শর্তগুলো বাস্তবায়িত না হলে আমি ফের কর্মসূচিতে যাব। দাবিগুলো সম্পাদনে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. সাব্বির আলম। এর আগে, গত ৩১ মে সন্ধ্যা ছয়টা থেকে আবাসিক হল থেকে গণরুম বিলুপ্তি, অছাত্রদের উচ্ছেদ, বৈধ শিক্ষার্থীদের আবাসন নিশ্চিতের দাবিতে আমরণ অনশনে বসেন প্রত্যয়। প্রত্যয় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর