বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেস থেকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কর্নকাঠী আনন্দবাজার এলাকার ব্যক্তি মালিকানাধীন একটি ভবনের ছাত্রী মেস থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে প্রেরণ এবং তার ব্যবহৃত মুঠোফোনসহ অন্যান্য ইলেক্ট্রনিক্স ডিভাইস পুলিশ জব্দ করেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম। নিহত ছাত্রীর নাম শাহরিন রিবনা। তিনি পিরোজপুর জেলার সোহাগদল গ্রামের আলতাফ মাসুম ইসলাম শাহীনের মেয়ে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের (১১তম ব্যাচ) শিক্ষার্থী। ওই ছাত্রীর মা সাংবাদিকদের জানান, রিবনা প্রায়ই তার মুঠোফোন বন্ধ রাখত। একা থাকতে পছন্দ করত। সব শেষ সোমবার মুঠোফোনে রিবনার সঙ্গে যোগাযোগ হয় পরিবারের। এরপর তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে মাসহ অন্য স্বজনরা বুধবার সন্ধ্যায় ওই ছাত্রীর মেসে গিয়ে দেখেন তার কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ। পরে মেস মালিক ডেকে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পান ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত রিবনার নিথর দেহ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পরীক্ষায় অংশ নেয় রিবনা। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় পরিবারের। অতিরিক্ত মানসিক চাপ থেকেই সে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় শাখা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক মশিউর রহমান জানান, ওই ছাত্রী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিএমপির বন্দর থানার ওসি আবদুর রহমান মুকুল জানান, এ ঘটনায় বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।