আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্রকার ‘ঋত্বিক কুমার ঘটক’র পৈতৃক বাড়ি ভাঙা বন্ধ এবং তা সংরক্ষণ ও দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ‘ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ-ইয়্যাস। গতকাল দুপুরে সংগঠনটির পক্ষ থেকে জেলা প্রশাসক শামীম আহম্মেদ ও বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরকে স্মারকলিপি প্রদান করে এ দাবি জানানো হয়েছে। এ ছাড়া চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত পরিচালক, প্রযোজকরাও দেখা করেছেন বাড়িটি ভেঙে ফেলার সঙ্গে জড়িত রাজশাহী হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষের সঙ্গে।
তবে রাজশাহী হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান দাবি করেছেন, তারা বাড়িটি ভাঙেননি। কারা ভেঙেছে, সেটিও তিনি জানেন না।