কক্সবাজারের উখিয়া থেকে অস্ত্র ও গুলিসহ মো. ওসমান নামের এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়েছে। গতকাল উপজেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা বটতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মো. ওসমান উখিয়া বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডব্লিউ, ব্লক-এ/৫৪ এর বাসিন্দা আবদুস সালামের ছেলে। র্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী জানান, মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে র্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকশ অভিযানিক দল অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় রোহিঙ্গা সন্ত্রাসী মো. ওসমানকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে দেশীয় তৈরি একটি এলজি ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।