ঝালকাঠিতে ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবনে ন্যক্কারজনক হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবে আয়োজিত সমাবেশে জেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি কে এম সবুজের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি এস এম রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, দৈনিক শতকণ্ঠ পত্রিকার সম্পাদক ও আঞ্চলিক সংবাদপত্র পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, দৈনিক অজানাবার্তার সম্পাদক এস এম এ রহমান কাজল, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, প্রেস ক্লাবের সহসভাপতি আল আমিন তালুকদার, সহসাধারণ সম্পাদক আ স ম মাহমুদুর রহমান পারভেজ, দৈনিক গাউছিয়ার সম্পাদক অলোক সাহা, আরটিভির প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল, বিটিভির প্রতিনিধি জান্নাতিন নাঈম দীপ, সাংবাদিক মিজানুর রহমান টিটু, রুহুল আমিন রুবেল, কাজী সোলায়মান সুমন, বাংলানিউজের প্রতিনিধি নাঈম হোসেন, কালবেলা প্রতিনিধি আরিফুর রহমান ও আজকের পত্রিকার প্রতিনিধি আরিফুর রহমান রায়হান।
সমাবেশে বক্তারা বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ওপর হামলাকারীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না। বর্তমান অন্তবর্তী সরকারের কাছে একটাই দাবি মিডিয়া হাউস ও মিডিয়া কর্মীদের ওপর যারাই হামলা করবে, তাদের আগে আইনের আওতায় আনতে হবে। এ ধরনের হামলা বন্ধে সরকারকে পদক্ষেপ নিতে হবে। বক্তারা সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধেরও দাবি জানান।