সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের লাইসেন্স করা পিস্তল উদ্ধার করা হয়েছে। গতকাল রাজধানীর মণিপুরিপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করে তেজগাঁও থানা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেকে দেশত্যাগ করেছেন। অনেক আওয়ামী লীগ নেতা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে নিহত ও অনেকে পুলিশ এবং বিজিবির হাতে আটক হন।
এদিকে গত ১ অক্টোবর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ভারতের কলকাতার একটি পার্কে দেখা গেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।