কার্যক্রম নেই কিংবা সেবা পাচ্ছে না এমন অকার্যকর খাতেও ফি নিচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের প্রতি সেমিস্টারে ভর্তি ফিতে ১৩টি খাত রয়েছে। সেমিস্টার ভর্তিতে তিন ধরনের ফি পরিশোধ করেও কোনো সেবা পাচ্ছেন না বলে অভিযোগ শিক্ষার্থীদের। এর মধ্যে শিক্ষার্থীদের ইউনিয়ন ফি (ছাত্র সংসদ ফি) ১০০ টাকা দিতে হচ্ছে। অথচ ২৭ বছর ধরে শাবিপ্রবিতে ছাত্র সংসদ কার্যকর নেই। খাতা-কলমে রোভার স্কাউট ফি থাকলেও এরকম কোনো ব্যবস্থার অস্তিত্ব নেই। পাশাপাশি জীবন বীমার কার্যক্রম ও সেবা সম্পর্কেও অবগত নন অধিকাংশ শিক্ষার্থী। বর্তমানে স্নাতক শ্রেণিতে ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত ছয়টি ব্যাচের প্রায় ১০ হাজার ৭২৫ শিক্ষার্থী বিভিন্ন বিভাগের বিভিন্ন সেমিস্টারে অধ্যয়ন করছেন।
হিসাব করলে দেখা যায়, সব শিক্ষার্থী একটি সেমিস্টারের ইউনিয়ন ফি ১০০ টাকা বাবদ প্রতি সেমিস্টারে দিলে সর্বমোট ১০ লাখ ৭২ হাজার টাকা হয়। অথচ এসব খাতের দৃশ্যমান কোনো সেবা শিক্ষার্থীরা পাচ্ছেন না বলে তাদের অভিযোগ। প্রশাসনের দাবি, এসব ফির অর্থ শিক্ষার্থীদের বিভিন্ন কল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়ে থাকে। তবে কী কী খাতে ব্যবহৃত হয়ে থাকে এর কোনো সুস্পষ্ট ব্যাখ্যা কর্তৃপক্ষ থেকে পাওয়া যায়নি।