বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা যুবক মিলাদ হোসেন। ভালো বেতনে সৌদি আরবে চাকরি দেওয়ার প্রলোভন দেন সৌদি প্রবাসী এক দালাল। এজন্য তার কাছে ৭ লাখ টাকা দাবি করা হয়। চুক্তি অনুযায়ী টাকা দেওয়ার পর ২০২৪ সালের ১৬ আগস্ট সৌদি আরবে যান। সেখানে নেওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। একপর্যায়ে খাবার দেওয়া বন্ধ করে দেওয়া হয়। তখন দেশে বাবা-মাকে অবহিত করেন। আরও ৫০ হাজার টাকা পাঠালেও দুই মাস পর দেশে ফিরে আসতে বাধ্য হন তিনি। দেশে এসে সৌদি প্রবাসী ওই দালালের কাছে টাকা ফেরত চান। কিন্তু টাকা দিতে অস্বীকার করায় সৌদি প্রবাসী ও তার বাবা-মাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন মিলাদ। মানব পাচার আইনে বরিশাল মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন তিনি। শুধু মিলাদ হোসেন নয়, তার মতো বেকারত্ব থেকে মুক্তি পেতে কর্মের জন্য প্রবাসে গিয়ে প্রতারিত ভুক্তভোগীরা দেশে ফিরে এসে মামলা দেন, দিচ্ছেন। বরিশাল মানব পাচার অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, ২০২০ সালের মার্চ মাসে মানব পাচার অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। বর্তমানে ট্রাইব্যুনালে ৩৬টি মামলা রয়েছে। এর মধ্যে ৩০টি মামলা বিদেশে গিয়ে প্রতারণার শিকার ভুক্তভোগী ও তার পরিবার করেছে। এ ছাড়াও আবাসিক হোটেলে পাচার করার অভিযোগে চারটি ও বাচ্চা চুরির অভিযোগে দুটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে বিচারাধীন রয়েছে ২৭টি। তদন্তাধীন রয়েছে ৯টি। বরিশাল কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের সহকারী পরিচালক এ কে এম শাহাবুদ্দিন আহম্মেদ বলেন, বরিশাল বিভাগ থেকে বর্তমানে ১ লাখ ৭৪ হাজার ৯৮ জন প্রবাসে আছেন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৩ হাজার ৩৪৫ ও নারী ২০ হাজার ৭৫৭ জন। প্রবাসীদের মধ্যে শতকরা ৭০ ভাগ সৌদি আরবে রয়েছেন। বাকি ৩০ ভাগ বিশ্বের অন্যান্য দেশে বাস করেন। বিভাগের মধ্যে বরিশাল জেলা থেকে প্রবাসে রয়েছেন ৫৬ হাজার ৪৮ জন। এর মধ্যে পুরুষ ৫০ হাজার ৫৮৫ জন ও নারী ৫ হাজার ৪৬৩ জন। এদিকে প্রবাসীকল্যাণ শাখার সহকারী পরিচালক আতিকুর রহমান বলেন, বরিশাল বিভাগে কোনো ব্যক্তি প্রবাসে গিয়ে নিখোঁজ নেই। তবে পাঁচজন সৌদি আরবের কারাগারে আছেন। এর মধ্যে তিনজন ভোলার, একজন ঝালকাঠির ও অন্যজন পিরোজপুরের।
শিরোনাম
- শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাই হবে মে দিবসের অঙ্গীকার : শিমুল বিশ্বাস
- লিবিয়া থেকে কাল দেশে ফিরছেন ১৭৭ বাংলাদেশি
- চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
- প্রাক-প্রাথমিকে ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
বিচারাধীন মানব পাচারের ৩৬ মামলা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
২ ঘণ্টা আগে | জাতীয়

সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম তুহিনের মুক্তির দাবিতে নীলফামারীতে আইনজীবীদের বিক্ষোভ
৩ ঘণ্টা আগে | দেশগ্রাম