হলিক্রস কলেজে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ আন্তঃকলেজ বিজনেস ফেস্টিভ্যাল ২০২৫। হলিক্রস বিজনেস ক্লবের আয়োজনে বসুন্ধরা খাতার পৃষ্ঠপোষকতায় গতকাল দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা নানা ইভেন্টে অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ৮টা থেকে শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত উৎসব চলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডক্টর ওয়ারেসুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলিক্রস কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজ। দিনব্যাপী এ উৎসবে ঢাকা শহরের ১৫টি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়। বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা এককভাবে এবং দলগতভাবে অংশ নেন। তারা বিভিন্ন দলে ভাগ হয়ে দেয়াল পত্রিকা, টিভিসি (অ্যাডভারটাইজমেন্ট তৈরি), বিজনেস আইডিয়া ও প্রজেক্ট ডেভেলপমেন্ট, স্ক্র্যাপবুক প্রতিযোগিতায় অংশ নেন। আর এককভাবে অ্যাকাউন্টিং অলিম্পিয়াড, ফিন্যান্স ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স অলিম্পিয়াড, বিজনেস অর্গানাইজেশন এবং ম্যানেজমেন্ট অলিম্পিয়াড, ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি অলিম্পিয়াড, পোস্টার ডিজাইনিং, প্রোডাক্ট প্রমোশন এবং সেলিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। হলিক্রস কলেজের শিক্ষার্থী প্রভা গোমেজ বলেন, হলিক্রস বিজনেস ক্লাবের পক্ষ থেকে নিয়মিতভাবে বিজনেস ফেস্টিভাল আয়োজন করে আসছে। ব্যবসা জগতে সুচিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্যেই আমাদের এ আয়োজন। এ ধারাবাহিকতায় এবার ষষ্ঠবারের মতো আয়োজিত হলো বিজনেস ফেস্টিভ্যাল। একই কলেজের শিক্ষার্থী নোভা আক্তার বলেন, এ ধরনের আয়োজন আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। এর মধ্যদিয়ে আমরা আরও বেশি দক্ষ হয়ে উঠছি।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা