হলিক্রস কলেজে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ আন্তঃকলেজ বিজনেস ফেস্টিভ্যাল ২০২৫। হলিক্রস বিজনেস ক্লবের আয়োজনে বসুন্ধরা খাতার পৃষ্ঠপোষকতায় গতকাল দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা নানা ইভেন্টে অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ৮টা থেকে শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত উৎসব চলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডক্টর ওয়ারেসুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলিক্রস কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজ। দিনব্যাপী এ উৎসবে ঢাকা শহরের ১৫টি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়। বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা এককভাবে এবং দলগতভাবে অংশ নেন। তারা বিভিন্ন দলে ভাগ হয়ে দেয়াল পত্রিকা, টিভিসি (অ্যাডভারটাইজমেন্ট তৈরি), বিজনেস আইডিয়া ও প্রজেক্ট ডেভেলপমেন্ট, স্ক্র্যাপবুক প্রতিযোগিতায় অংশ নেন। আর এককভাবে অ্যাকাউন্টিং অলিম্পিয়াড, ফিন্যান্স ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স অলিম্পিয়াড, বিজনেস অর্গানাইজেশন এবং ম্যানেজমেন্ট অলিম্পিয়াড, ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি অলিম্পিয়াড, পোস্টার ডিজাইনিং, প্রোডাক্ট প্রমোশন এবং সেলিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। হলিক্রস কলেজের শিক্ষার্থী প্রভা গোমেজ বলেন, হলিক্রস বিজনেস ক্লাবের পক্ষ থেকে নিয়মিতভাবে বিজনেস ফেস্টিভাল আয়োজন করে আসছে। ব্যবসা জগতে সুচিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্যেই আমাদের এ আয়োজন। এ ধারাবাহিকতায় এবার ষষ্ঠবারের মতো আয়োজিত হলো বিজনেস ফেস্টিভ্যাল। একই কলেজের শিক্ষার্থী নোভা আক্তার বলেন, এ ধরনের আয়োজন আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। এর মধ্যদিয়ে আমরা আরও বেশি দক্ষ হয়ে উঠছি।
শিরোনাম
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’