হলিক্রস কলেজে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ আন্তঃকলেজ বিজনেস ফেস্টিভ্যাল ২০২৫। হলিক্রস বিজনেস ক্লবের আয়োজনে বসুন্ধরা খাতার পৃষ্ঠপোষকতায় গতকাল দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা নানা ইভেন্টে অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ৮টা থেকে শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত উৎসব চলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডক্টর ওয়ারেসুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলিক্রস কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজ। দিনব্যাপী এ উৎসবে ঢাকা শহরের ১৫টি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়। বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা এককভাবে এবং দলগতভাবে অংশ নেন। তারা বিভিন্ন দলে ভাগ হয়ে দেয়াল পত্রিকা, টিভিসি (অ্যাডভারটাইজমেন্ট তৈরি), বিজনেস আইডিয়া ও প্রজেক্ট ডেভেলপমেন্ট, স্ক্র্যাপবুক প্রতিযোগিতায় অংশ নেন। আর এককভাবে অ্যাকাউন্টিং অলিম্পিয়াড, ফিন্যান্স ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স অলিম্পিয়াড, বিজনেস অর্গানাইজেশন এবং ম্যানেজমেন্ট অলিম্পিয়াড, ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি অলিম্পিয়াড, পোস্টার ডিজাইনিং, প্রোডাক্ট প্রমোশন এবং সেলিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। হলিক্রস কলেজের শিক্ষার্থী প্রভা গোমেজ বলেন, হলিক্রস বিজনেস ক্লাবের পক্ষ থেকে নিয়মিতভাবে বিজনেস ফেস্টিভাল আয়োজন করে আসছে। ব্যবসা জগতে সুচিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্যেই আমাদের এ আয়োজন। এ ধারাবাহিকতায় এবার ষষ্ঠবারের মতো আয়োজিত হলো বিজনেস ফেস্টিভ্যাল। একই কলেজের শিক্ষার্থী নোভা আক্তার বলেন, এ ধরনের আয়োজন আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। এর মধ্যদিয়ে আমরা আরও বেশি দক্ষ হয়ে উঠছি।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
বসুন্ধরা খাতার পৃষ্ঠপোষকতায় হলিক্রস কলেজে আন্তঃকলেজ বিজনেস ফেস্টিভ্যাল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর