বিএনপি ক্ষমতায় এলে জুলাই আন্দোলনের সব শহীদ এবং আহতের পুরো দায়িত্ব রাষ্ট্র নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী। গতকাল দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া নগদ অর্থসহায়তা পৌঁছে দিতে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়ায় শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘গণ অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে এ অন্তর্বর্তী সরকার হয়েছে এবং তাদের জন্য আমরা আজ নিরাপদে রাজনীতি করতে পারছি। তাদের আমরা ভুলে গেলে চলবে না।’
এ সময় আরমান মোল্লার পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া নগদ অর্থসহায়তা তুলে দেন রিজভী।