চাকরি দেওয়ার নামে প্রতারণা ও বিপুল অর্থ আত্মসাৎকারী একটি চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টর থেকে তাদের গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন।
গ্রেপ্তাররা হলেন মো. তামিম (২১), ফয়সাল মোড়ল (২১), মো. রাসেল হোসেন (২২) ও মো. মাহফুজুর রহমান (২৫)। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়েছে। চক্রটি বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেডের স্বপ্ন সুপারশপের নাম, লোগো ও আউটলেটের ছবি ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে আসছিল।
তারা অনলাইন ও অফলাইন বিভিন্ন মাধ্যমে এসব প্রতারণামূলক বিজ্ঞপ্তি ছড়িয়ে সাধারণ চাকরি প্রার্থীদের কাছ থেকে মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ)-এর মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এই প্রতারণার বিষয়টি স্বপ্ন সুপারশপ কর্তৃপক্ষের নজরে এলে তারা তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা দায়ের করে।