পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সামনে আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় তদন্তে প্রাপ্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম সাগর (৩৬)। গতকাল ভোর পৌনে ৫টায় ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি দল কেরানীগঞ্জ থেকে সাগরকে গ্রেপ্তার করে। ইতোমধ্যে পুলিশ ও র্যাব ১২ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে নয়জন ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। অন্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে পাকা রাস্তার ওপর একদল দুর্বৃত্ত সোহাগকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় বোন হত্যা মামলা করেন।