সাগর উত্তাল। জেলেদের জালে দেখা নেই ইলিশের। তারপরও অনেক স্বপ্ন নিয়ে গভীর সমুদ্রে ছুটে যান তারা। কিছু সামুদ্রিক মাছ পেলেও ধরা পড়ছে না কাক্সিক্ষত ইলিশ। তবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জামাল মাতুব্বর নামের এক জেলের জালে অন্যান্য মাছের সঙ্গে ধরা পড়ে ২ কেজি ২২০ গ্রাম ওজনের একটি ইলিশ। রবিবার এ মাছটি স্থানীয় মৎস্য আড়তে বিক্রির জন্য নিয়ে আসেন। এরপর নিলামের মাধ্যমে ১ লাখ ৪০ হাজার টাকা মণ দরে ৩ হাজার ৫০০ টাকা কেজিতে ৭ হাজার ৭০০ টাকায় ইলিশটি ক্রয় করেন স্থানীয় ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলার ছয়জন জেলেকে নিয়ে কলাপাড়া উপজেলার আশাখালী থেকে রবিবার সকালে ৩০ কিলোমিটার গভীর সমুদ্রে গিয়ে জাল ফেলে। বিকাল ২টার দিকে জাল টানতেই অন্যান্য মাছের সঙ্গে এ ইলিশটি দেখতে পায়। জেলে জামাল মাতুব্বর বলেন, বড় মাছের দাম অনেক বেশি হয়। সাগরে এমনিতেও এখন বেশি বড় মাছ মিলছে না। তবে বড় মাছ পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারি। মৎস্য ব্যবসায়ী কবির বাংলাদেশ প্রতিদিনকে জানান, মাছটি ঢাকায় পাঠানো হবে। কেননা এ মাছের যে দাম হবে তা স্থানীয় বাজারের ক্রেতারা দিতে পারবেন না। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি অত্যন্ত ভালো খবর। এটি নিষেধাজ্ঞার সুফলও বলা যায়। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। বর্তমানে সাগর উত্তাল রয়েছে। আশা করা হচ্ছে সাগর শান্ত হলে জেলেরা সাগরে গিয়ে আশানুরূপ ইলিশ আহরণ করতে পারবে।