শিগগিরই শুরু হচ্ছে বরিশাল নগরীর সব খালের দুই তীর সংরক্ষণসহ পুনরুদ্ধার ও পুনঃখনন কাজ। এসব কাজের জন্য প্রায় ৭০১ কোটি টাকা অর্থ ছাড়ের অনুমতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট-১১ শাখার বাজেট-২ অনুবিভাগের যুগ্মসচিব মোছা. রুখসানা রহমান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বরিশাল বিভাগীয় সমন্ব^য়ক মো. রফিকুল আলম বলেন, একসময় বরিশাল নগরীতে ২৩টি খাল ছিল। বর্তমানে নগরীতে সাতটি খালের অস্তিত্ব রয়েছে। এসব খালের দুই তীর সংরক্ষণসহ পুনরুদ্ধার ও পুনঃখননে অর্থ ছাড়ের বিষয়টি ইতিবাচক খবর।
বরিশাল সিটির প্রধান নির্বাহী বলেন, বরিশালকে, ধান-নদী-খালের অঞ্চল হিসেবে গণ্য করা হলেও নানাবিধ কারণে বরিশাল নগরীর খালগুলো মৃতপ্রায় হয়ে পড়েছে। বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে দখল-দূষণে অস্তিত্ব হারানো খালগুলো পুনরুদ্ধারে বিভাগীয় কমিশনার মো. রায়হান কায়ছার মহোদয় বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। অর্থ বিভাগ বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন খালের পাড় সংরক্ষণসহ পুনরুদ্ধার ও পুনঃখনন কাজ-শীর্ষক প্রকল্প বাস্তবায়নে অর্থছাড় দেওয়ায় চলমান কাজ আরও ত্বরান্বিত হবে।