রাজধানীর সায়েদাবাদে আনোয়ার আবাসিক হোটেলে ১২ বছরের অজ্ঞাত এক ছেলে শিশুকে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার নাম মো. আল-আমিন। শুক্রবার গাজীপুরের টঙ্গী পূর্ব থানার স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইতোমধ্যে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পিবিআই বলছে, শিশুটিকে হোটেলে এনে আল-আমিন ও সাদ্দাম নামে দুজন বলাৎকার করে। দ্বিতীয়বার বলাৎকার করতে চাইলে বাধা দেয় শিশুটি। আর এতেই ক্ষিপ্ত হয়ে তাকে পিটিয়ে, কিল-ঘুষি ও শ্বাসরোধে হত্যা করে গ্রেপ্তারকৃতরা। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা হয়েছে। ওই মামলায় আল-আমিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গতকাল পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণের এসআই মো. কবির হোসেন এসব তথ্য জানান। শিশুটির পরিচয় শনাক্তসহ এ ঘটনায় জড়িত আরেক আসামিকে ধরতে অভিযান চলছে। পুলিশের ওই কর্মকর্তা বলেন, ১২ জুলাই সকালে কমলাপুর রেলস্টেশনে আল-আমিন ও তার সহযোগী সাদ্দামের সঙ্গে অজ্ঞাত ওই শিশুর পরিচয় হয়। শিশুটি আসামিদের কাছে বরিশালের ট্রেনের বিষয়ে জানতে চায়। আসামিরা জানায়, বরিশালে ট্রেন যায় না। তখন তারা শিশুটিকে পরিচয়ের সূত্র ধরে খাবার ও স্যান্ডেল কিনে দেয়। শিশুটিকে সারাদিন আসামিরা সঙ্গে রাখে। সন্ধ্যার পর শিশুটিকে সায়েদাবাদের আনোয়ারা আবাসিক হোটেলে নিয়ে যায়। তারা ২৬৫ নম্বর কক্ষে ওঠে। পরে আল-আমিন ও সাদ্দাম শিশুটিকে বলাৎকার করে।