সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা নিয়ে ব্যাখ্যা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা’ নিম্নবিত্ত পরিবারের সন্তানদের শিক্ষার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করবে।
বৃত্তি পরীক্ষা নিয়ে ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ’ আয়োজিত সংবাদ সম্মেলনে উত্থাপিত বক্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল এ বিবৃতি দিয়েছে মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মানোন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে শুধু পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা’। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত বেশির ভাগ শিক্ষার্থী নিম্নবিত্ত পরিবারের। আর কিন্ডারগার্টেনে অধ্যয়নরত বেশির ভাগ শিক্ষার্থী তুলনামূলক স্বচ্ছল পরিবারের। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করবে।
বিবৃতিতে আরও বলা হয়, কিন্ডারগার্টেনগুলো তাদের নিজস্ব ব্যবস্থাাপনায় বৃত্তি পরীক্ষা চালু রেখেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা সে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না।