গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনে মনোনয়ন দৌড়ে রয়েছেন বিএনপির চার নেতা। তবে প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামী। আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এখন সক্রিয় হয়ে উঠেছেন। তারা নিজ নিজ অবস্থান থেকে সংসদীয় আসনের এলাকায় প্রচারণা চালাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ৩ লাখের বেশি ভোটারের বরিশাল-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার জন্য নিজ নিজ পক্ষে প্রচারণা চালাচ্ছেন চার নেতা। তারা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরউদ্দিন স্বপন, বরিশাল বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সজল।
এ আসনে জামায়াতে ইসলামী প্রাথমিকভাবে মাওলানা কামরুল ইসলামকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। তিনি প্রচার-প্রচারণাও চালাচ্ছেন। এ ছাড়া প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের প্রার্থী মেহেদী হাসান রাসেল জনসংযোগ করছেন। তবে এ আসনে এখন পর্যন্ত এনসিপি, গণঅধিকার পরিষদসহ অন্য কোনো দলের সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা দেখা যায়নি।
দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার বরিশাল-১ আসনটি দীর্ঘদিন থেকে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। বিগত সময়ের নির্বাচনে এ আসনটি বিএনপির হাতছাড়া হয়। ভোটারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বিএনপিকে তাদের দুর্গ ফিরে পেতে হলে, অভ্যন্তরীণ কোন্দল নিরসন করতে হবে। দুই উপজেলার বিএনপির নেতা-কর্মীরা বর্তমানে তিন ভাগে বিভক্ত হয়ে দলীয় কর্মসূচি পালন করেন। এ থেকে সুবিধা নিতে চাইছে জামায়াত। এর কারণেই তারা বেশ আগেই প্রার্থীর নাম ঘোষণা করে নির্বাচনি কার্যক্রম এগিয়ে নিচ্ছে। একইভাবে ইসলামী আন্দোলনও আগে প্রার্থী চূড়ান্ত করে জনসংযোগ করছে।