রাজশাহীর বাগমারায় হোমিওপ্যাথি ওষুধ বিক্রির আড়ালে ৯০ শতাংশ অ্যালকোহলযুক্ত মাদকদ্রব্যসহ সুজন (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ৬৪৮ বোতল অ্যালকোহল ও অন্যান্য উপকরণ জব্দ করা হয়। সুজন উপজেলার মির্জাপুর গ্রামের খুশবর আলীর ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার দেওলিয়া গ্রামে প্রথমে খড়ের ভ্যান জব্দ করা হয়। পরে ওই খড়ের আঁটির ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬৪৮ বোতল অ্যালকোহল জব্দ করা হয়। হোমিও ওষুধের নামে এসব অ্যালকোহল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আনা হয়েছিল। র্যাব জানায়, হোমিওপ্যাথি ওষুধ সরবরাহের আড়ালে সুজন দীর্ঘদিন ধরে ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত মাদকদ্রব্য যুব সমাজের কাছে বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় সুজনের বিরুদ্ধে বাগমারা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।