রাজশাহীর মোহনপুরে সংঘবদ্ধ ডাকাত দল দেশ কোল্ড স্টোরেজে হানা দিয়ে কয়েক লাখ টাকার মালামাল লুট করেছে। বুধবার গভীর রাতে উপজেলার বাকশিমইল ইউনিয়নের গাঙ্গোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ভোর ৪টা ১০ মিনিট পর্যন্ত ২০-২৫ জনের ডাকাত দল রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশের দেশ কোল্ড স্টোরে হানা দেয়। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কোল্ড স্টোরে ঢুকে নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের হাত-পা বেঁধে ফেলে। অস্ত্রের মুখে জিম্মি করে তারা কৌশলে স্টোরের বিভিন্ন যন্ত্রাংশ খুলে ফেলে। ডাকাতরা তিনটি জেনারেটর, তিনটি ইউপিএস, পাওয়ার ট্রান্সফরমারের ৩৫ ফুট সংযোগ তার, ৩৬টি তিন ফুট লম্বা তামার বার, পাঁচটি সাবমারসিবল পাম্প, তিনটি ব্যাটারি, এসি মেশিন, বিভিন্ন ঘরের তালা ভেঙে মালামাল এবং অফিস কক্ষ থেকে আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা নগদ অর্থ লুট করে। ডাকাতরা এসব মালামাল দুটি মিনি ট্রাকে করে নিয়ে যায়। মোহনপুুুুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এনিয়ে পুলিশের তদন্তকাজ কাজ চলমান। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি এবং কোনো মালামাল উদ্ধার করা যায়নি।