জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন শনিবার রাজধানীর গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারে অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষে আজ সকালে গুলশানের হাওলাদার টাওয়ারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির সিনিয়র কো. চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রধান অতিথি হিসেবে থাকবেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। সম্মেলনে সারা দেশের প্রায় পাঁচ হাজারের বেশি কাউন্সিলর ও ডেলিগেটস উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।