‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মহানগরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গত বুধবার রাতে নগরের বালুচর নয়াবাজারের ‘কিং ফুটসাল স্পোর্টস সেন্টারে’ এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেছে।
শিক্ষার্থী রাকিব জানান, ‘কিং ফুটসাল স্পোর্টস সেন্টারে’ ইঞ্জিনিয়ারি কলেজের উদ্যোগে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর আয়োজন করা হয়। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত কয়েক মিনিট মাঠ ব্যবহারের জেরে ২০-২৫ জন যুবক শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন।
রুবেল নামের আরেক শিক্ষার্থী জানান, হামলার সময় হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে। নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত মামুন নামে একজনের নেতৃত্বে এ হামলা চালানো হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।