রাজধানীর ইস্কাটনে গতকাল বসে জাতীয় কবিতা পরিষদের ৪১তম কবিতা পাঠের আসর। ইস্কাটন গার্ডেন রোডের কাজল মিলনায়তনে কবিতা পাঠে অংশ নেন কবিরা।
পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, সহসভাপতি কবি এ বি এম সোহেল রশীদ, সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন, কবি শাহীন চৌধুরী, কবি ক্যামেলিয়া আহমেদ, কবি ইউসুফ রেজা, কবি রফিক হাসান প্রমুখ কবিতা পাঠ করেন।
এ বি এম সোহেল রশীদ বলেন, ‘আমরা ২৪-এর গণ অভ্যুত্থানে পর্যাপ্ত সময় পেলেও সদ্ব্যবহার করতে পারিনি। টানা ৩৬ দিন আন্দোলন হয়েছে। আন্দোলনকারীদের জন্য কবিতার দুটি পঙ্ক্তি লিখে তাঁদের উজ্জীবিত করতে পারিনি। তবে কি তরুণ প্রজন্মের ভাবনার সঙ্গে আমাদের দূরত্ব তৈরি হয়েছে, নাকি তাদের ভাবনা ধারণ করতে পারছি না?’