ঢাকায় শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ ও তিন দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। নবম গ্রেডে ডিপ্লোমাধারীদের নিয়োগ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা। গতকাল বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে ‘প্রকৌশল অধিকার আন্দোলন’ প্ল্যাটফর্ম’র সঙ্গে একাত্মতা পোষণ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষায় বসবেন না বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো- সহকারী প্রকৌশলী (নবম গ্রেড) পদে নিয়োগে ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের নিয়োগ দিতে হবে, উপসহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদে ন্যূনতম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং একই ডিসিপ্লিনে উচ্চতর ডিগ্রিধারী বিএসসি গ্র্যাজুয়েটদের জন্য নিয়োগ পরীার সুযোগ রাখতে হবে ইত্যাদি।
এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবে না। এর জন্য আইনি ব্যব¯'া নিতে হবে। পাশাপাশি নন-অ্যাক্রিডেটেড বিএসসি কোর্সগুলোকে দ্রুত আইইবি-বিএইটিইর স্বীকৃতির আওতায় আনতে হবে।