রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বিকালে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন।
লতিফ সিদ্দিকীর পক্ষে আইনজীবী কামরুল হোসেন আদালতে বলেন, ‘লতিফ সিদ্দিকী একজন বীর মুক্তিযোদ্ধা, এটা কারও অজানা নয়। ঘরোয়া পরিবেশে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সমাজের বিশিষ্ট লোকদের মব ভায়োলেন্স করে উত্তেজিত হয়ে মারধর করে। তিনি কিন্তু আওয়ামী লীগের আমলেও কারাগারে ছিলেন।
মুক্তিযুদ্ধের কথা বললেই ফ্যাসিস্ট, আওয়ামী বানিয়ে দেন। তাহলে কি মুক্তিযুদ্ধের সব অর্জন আওয়ামী লীগের? অনেক দলে অনেক মুক্তিযোদ্ধা আছে। ৮৭ বছর বয়সের একজন লোক। তাছাড়া তিনি অসুস্থ। তার জামিনের প্রার্থনা করছি।’
সাংবাদিক পান্নার পক্ষে ফারজানা ইয়াসমিন রাখী বলেন, ‘এজাহারে সাংবাদিক পান্নার বিরুদ্ধে একটা সিঙ্গেল লাইনও অভিযোগ নেই। আলোচনা সভা করার আগে কিন্তু ডিএমপির অনুমতি ছিল। যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কনসার্ন, মুক্তিযুদ্ধ নিয়ে ভাবে, তাঁরা মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করতে গিয়ে লাঞ্ছিত হলেন। যারা লাঞ্ছিত করল তাদের বিরুদ্ধে মামলা না দিয়ে যারা লাঞ্ছিত হলেন তাদের বিরুদ্ধে মামলা হলো। তার জামিনের প্রার্থনা করছি।’ শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুরের আদেশ দেন।