‘নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। একটি চক্র বন্দরটি বিদেশিদের দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। আমরা অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব ফ্যাসিস্ট সরকারের সিদ্ধান্ত থেকে সরে আসুন। বিদেশি কোনো কোম্পানিকে বন্দর দেবেন না।’ গতকাল বিকালে নগরীর স্ট্যান্ড রোডের মিষ্টিমুখ কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম বন্দর ল্যাসিং-আনল্যাসিং শ্রমিক ইউনিয়নের শপথ অনুষ্ঠান ও দোয়া মাহফিলে সংগঠনের সভাপতি মো. ইকবাল হোসেন এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে বন্দর দেবেন না। চট্টগ্রাম বন্দর বর্তমানে যেভাবে পরিচালিত হচ্ছে সেভাবে পরিচালিত হবে। এনসিটি বিদেশিদের দিয়ে দিলে যদি চট্টগ্রাম বন্দর অচল হয়ে যায় তার দায়দায়িত্ব সংশ্লিষ্টদের নিতে হবে, শ্রমিক-কর্মচারীরা নেবে না।’ ইকবাল হোসেন বলেন, ‘আমরা এক মুহূর্তের জন্য বন্দর বন্ধ হতে দিইনি, দেব না। কারণ এ বন্দর বাংলাদেশের হৃৎপিণ্ড। শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিন। জাতীয় অর্থনীতিতে বন্দরের শ্রমিকদের অবদান অনস্বীকার্য।’ সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. জয়নাল আবেদীন বলেন, ‘বন্দরের ল্যাসিং-আনল্যাসিং শ্রমিকরা অনেকভাবে অবহেলিত। বার্থ অপারেটররা কালক্ষেপণ করে ন্যায্য পাওনা দিতে চায় না। আপনারা ভালো হয়ে যান। ন্যায্য পাওনা দিয়ে দেবেন। আমাদের সেফটি সরঞ্জাম, পরিচয়পত্র দেবেন। আমাদের প্রাণের দাবি ল্যাসিং শ্রমিকদের প্রোডাকশন অবশ্যই দিয়ে দিতে হবে।’ নবনির্বাচিত নেতাদের শপথবাক্য পাঠ করান সংগঠনের সভাপতি মো. ইকবাল হোসেন।