মা ইলিশ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করায় বরিশাল বিভাগে এখন পর্যন্ত ৭০৫ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত ৪ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত তাদের কারাদ দেওয়া হয়েছে বলে বিভাগীয় মৎস্য দপ্তর জানিয়েছে।
মৎস্য দপ্তর জানিয়েছে, গত ১৯ দিনে বরিশাল বিভাগের ৬ জেলায় দুই হাজার ৭৮০টি অভিযান পরিচালনা করেছে মৎস্য দপ্তর। অভিযানে ৭ হাজার ৫০৫ কেজি ইলিশ মাছ ও ১১ লাখ ৯ হাজার ৫৮০ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। মামলা করা হয়েছে ১ হাজার ৬৪টি। ৮৯৯টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে ৩২ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা। বিভিন্ন মেয়াদে কারাদ দেওয়া হয়েছে ৭০৫ জেলেকে। উদ্ধার করা সরঞ্জামাদি নিলামে বিক্রি করে আদায় করা হয়েছে ৯ লাখ ২১ হাজার ৬০০ টাকা। সবচেয়ে বেশি ৩৯২ জন জেলেকে কারাদ দেওয়া হয়েছে বরিশাল জেলায়। সবচেয়ে কম ২২ জেলেকে কারাদ দেওয়া হয় ঝালকাঠি জেলায়।