বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জীবননগর উপজেলায় তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ সম্পন্ন করা ২০ জন অসচ্ছল ও পিছিয়ে পড়া নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। জীবননগর উপজেলার বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ মো. মামুন হোসেন বিশ্বাস, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, জীবননগর পৌর বিএনপির সভাপতি মো. শাহজান কবীর, জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা আমির মাওলানা মো. সাজেদুর রহমান ও সেক্রেটারি মো. মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন জীবননগর থানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. হাসানুজ্জামান, প্রধান শিক্ষক রেবেকা সুলতানা। এ ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতা, সমাজসেবক, শিক্ষক ও শুভসংঘের স্বেচ্ছাসেবীরা।
প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, বসুন্ধরা গ্রুপের মানবিক কার্যক্রমে বসুন্ধরা শুভসংঘের এই মহতী উদ্যোগকে আমি স্বাগত জানাই। জীবননগর উপজেলার ২০ জন অসহায় নারী সেলাই প্রশিক্ষণ ও বিনামূল্যে সেলাই মেশিন উপহার পেয়েছেন। তারা এখন নতুন করে জীবন শুরু করতে পারবেন। জীবননগর থানার অফিসার ইনচার্জ মো. মামুন বিশ্বাস বলেন, বসুন্ধরা গ্রুপের দেশব্যাপী এমন মানবিক কার্যক্রম দেশের প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপ শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, বরং একটি মানবিক সংগঠন হিসেবে দেশব্যাপী দরিদ্র ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা বলেন, ‘এই সুযোগ আমাদের জীবনে নতুন দিগন্ত খুলে দিয়েছে। এখন আমরা নিজের হাতে উপার্জন করার পথ পেলাম।’ বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে ও ব্যবস্থাপনায় বসুন্ধরা শুভসংঘ দেশব্যাপী নারী উন্নয়ন, শিক্ষাবৃত্তি, গৃহহীনদের জন্য বাড়ি নির্মাণসহ বিভিন্ন সেবামূলক যেসব কাজ করে যাচ্ছে তার একটি চিত্রপট তুলে ধরেন।