জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সংস্কার প্রয়োজন। দলগুলো শুধু নির্বাচন নিয়ে পড়ে থাকায় ছোটখাটো সংস্কারগুলো পিছিয়ে গেছে। গতকাল রাজধানীর বিস অডিটোরিয়ামে ‘উইমেন ইন ডেমোক্রেসি’ আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
সামান্তা শারমিন বলেন, রাজনৈতিক দলগুলোতে বড় কোনো পদে নারীরা স্থান পান না। তাই রাজনীতিতে পুরুষরা অগ্রাধিকার পান। নারীর প্রকৃত অংশগ্রহণ নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কাঠামোগত সংস্কার জরুরি, যা কেবল নির্বাচন বা মাঠের রাজনীতি নিয়ে আলোচনার সময় চাপা পড়ে যায়। বর্তমানে দেশের রাজনীতি মূলত অর্থ, অস্ত্র এবং পেশিশক্তি দ্বারা নিয়ন্ত্রিত, যার কারণে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কমিটিতে, বিশেষত মহানগর পর্যায়ে নারীরা নেতৃত্ব দিতে পারেন না। এই ধারা পরিবর্তন করতে প্রকৃত নীতিভিত্তিক রাজনীতি এবং টোকেনিজম পরিহার করার ওপর জোর দেওয়া হয়েছে এবং এই লড়াইটি আরও ত্রিশ বছর ধরে চলতে পারে।
তিনি আরও বলেন, প্রান্তিক কোনো মানুষকে আমরা টেনে আনতে পারছি না রাজনীতিতে। দেশে মোড় ঘুরিয়ে দেওয়া সিদ্ধান্তগুলোতে নারীরা স্থান পান না।