মারা গেলেন করোনাভাইরাস সম্পর্কে সতর্ককারী প্রথম সেই চীনা চিকিৎসক। চীনা নাগরিকাদের করোনাভাইরাস সম্পর্কে যে সকল চিকিৎসকরা প্রথম সতর্ক করেছিলেন তাদের একজন ডাঃ লি ওয়েনল্যাং। সবশেষ সেই চিকিৎসকও করোনাভাইরাসের কাছে হার মানলেন।
চীনা সংবাদমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়।
করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহানের কেন্দ্রীয় হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন ৩৪ বয়সী এই চিকিৎসক। গত ৩০ ডিসেম্বর লি ওয়েনলিয়াং তার সহকর্মীদের ওই ভাইরাস নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ