চীনে মহামারী আকার ধারণ করেছে মরণঘাতী করোনাভাইরাস। দিন যতই যাচ্ছে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মারা গেছেন ৬৩০ জন।
মরণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে চীনের উহান শহর থেকে। এই শহরের থ্রি গোর্জেস ইউনিভার্সিটির ১৭১ বাংলাদেশি শিক্ষার্থী পড়েছেন খাদ্য সংকটে। তারা দেশে ফেরার আকুতি জানিয়েছেন।
জানা গেছে, এসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলে থাকেন সেটি ইতোমধ্যে সিলগালা করে দেওয়া হয়েছে। এতে কেউ বাইরে বের হতে পারছেন না। তাদের খাবার ও পানি ফুরিয়ে গেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও কোনও খাবার সরবরাহ করছে না।
এমন পরিস্থিতিতে নিজেদের জীবন বাঁচাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন অনেক শিক্ষার্থী। দ্বীন মুহাম্মদ প্রিয় নামের এক শিক্ষার্থী এক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমাদের ট্রেন, স্টেশন ও বিমানবন্দর বন্ধ। সরকারের সাহায্য ছাড়া আমরা এখান থেকে বের হতে পারব না।’
তবে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশে করোনাভাইরাস আক্রান্ত কোনও রোগী নেই। চীন থেকে আর কাউকে ফেরত আনা হবে না বলেও জানান তিনি। কেউ আসতে চাইলে তাকেও নিরুৎসাহিত করা হবে।
বিডি প্রতিদিন/কালাম